ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদ্ধার অভিযানে হামলা ॥ বনকর্মী নিহত

প্রকাশিত: ০৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৮

উদ্ধার অভিযানে হামলা ॥  বনকর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৫ সেপ্টেম্বর ॥ উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ তাঁরাখো বন এলাকায় বুধবার দুপুরে দুর্বৃত্তের হামলায় আব্দুস ছালাম (৫৫) নামে এক বন কর্মী খুন হয়েছেন। জানা গেছে, সকালে স্থানীয় বনবিভাগের উদ্যোগে সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে বসবাসরত পরিবারদের উচ্ছেদ অভিযানকালে কতিপয় দুর্বৃত্ত অভিযান পরিচালনাকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে আব্দুস ছালাম প্রাণ হারান। এ ঘটনায় উক্ত বনবিভাগের আরও ৩ কর্মী গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বনবিভাগের প্রধান কর্মকর্তা বখতিয়ার নুর ছিদ্দিকী এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। . সিলেটে সংঘর্ষ ॥ আহত ৩ স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোয়াইনঘাটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকায় বন বিভাগের লোকের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বন এলাকায় গাছ রোপণ ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার বন বিভাগের লোকজন সকালে রাতারলগুল সোয়াম্প ফরেস্ট এলাকায় গাছ লাগাতে যান। এ সময় স্থানীয় গ্রামবাসী এই জমি তাদের দাবি করে গাছ লাগাতে বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে গ্রামবাসী ও বন বিভাগের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। গ্রামবাসীর হামলায় রেঞ্জ কর্মকর্তা আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বনরক্ষীরা ছররা গুলি ছোড়েন। গুলিতে গ্রামবাসীর মধ্যে তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হচ্ছেন আলিম উদ্দিন, আবদুন নুর ও আরিফ উদ্দিন। একজনের পেটে ও অন্য দুজনের পায়ে ছররা গুলি লেগেছে। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে বন বিভাগের শ্রমিকরা মূর্তা গাছের চারা রোপণ করেন। পরে স্থানীয় মক্তার মিয়া, সাব্বির আহমদ, আলাউদ্দিন, মকবুল, আবুল ও শফাত মাইকিং করে গ্রামের মানুষ জড়ো করে। তারা রোপণকৃত চারা ও গাছ উপড়ে নিয়ে যায়। . নওগাঁয় দখলের চেষ্টা নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সামাজিক বন বিভাগের রাজশাহীর পাইকবান্দা রেঞ্জের অধীন নওগাঁর পত্নীতলা ও সাপাহার উপজেলার দিবর ও শিতল মৌজার বেশ কিছু জমি কতিপয় দুষ্কৃতকারী জবর দখলের চেষ্টা করলে পাইকবান্দা ও সাপাহার রেঞ্জের কর্মকর্তারা তা প্রতিহত করেন। এদিকে পত্নীতলা উপজেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসের সীমাহীন দুর্নীতিতে বিপাকে প্রকৃত ভূমি মালিকরা। রেহায় নেই খোদ সরকারী জমি-জমাও। সাধারণ মানুষ তাদের জমিজমা রক্ষা নিয়ে বিপাকে পড়েছেন। উপজেলার খাস খতিয়ানের শতাধিক একর জমি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও দালালদের যোগসাজশে ব্যক্তি মালিকানায় খারিজ করায় বিপাকে পড়েছেন লিজ গ্রহীতারা। ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বড় অঙ্কের টাকার বিনিময়ে কতিপয় অসাধু ব্যক্তি ও দালাল চক্রের মাধ্যমে অবৈধ খাজনা-খারিজ করে পত্নীতলা সাব-রেজিস্ট্রি অফিসে হর-হামেশাই অবৈধ জমি রেজিস্ট্রির কাজ চলছে। সামাজিক বন বিভাগ রাজশাহীর পাইকবান্দা রেঞ্জ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট রাজস্ব অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসকে বহুপূর্ব থেকেই সরকারী বন বিভাগের ভূমির গেজেট নোটিফিকেশনের কপি প্রদান ও পরবর্তীতে পুনরায় বন বিভাগ লিখিত পত্রের মাধ্যমেও সংশ্লিষ্ট দফতরে উক্ত গেজেট নোটিফিকেশনের কপি সরবরাহ করলেও ভুয়া কাগজপত্র দিয়ে বন বিভাগের জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি বন্ধ হয়নি বলেও বন বিভাগ সূত্র দাবি করেছে।
×