ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ফের অন্ধকারে সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল

প্রকাশিত: ০৬:৫০, ৬ সেপ্টেম্বর ২০১৮

 ঠাকুরগাঁওয়ে ফের অন্ধকারে  সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ সেপ্টেম্বর ॥ দীর্ঘদিন ধরে অন্ধকারে পড়ে ছিল ঠাকুরগাঁওয়ে সূর্য সন্তানের ম্যুরালটি। গত বছরের শেষের দিকে এটিকে আলোকিত করেছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসন। এরপরে কিছুদিন আলোর মধ্যে থাকলেও শেষ পর্যন্ত আবারও অন্ধকারের মধ্যে চলে গেলেন সাত বীরশ্রেষ্ঠের স্মৃতির সেই সূর্য সন্তানের ম্যুরালটি। সোমবার রাতে এই অন্ধকারের দৃশ্যটি চোখে পড়ে ঠাকুরগাঁও শহরের জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমের সামনে স্থাপিত সেই সাত বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষার উদ্দেশে নির্মিত ‘সূর্য সন্তান’ ম্যুরালটি। ‘যারা দেশের জন্য যুদ্ধ করেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সোনার এই বাংলাদেশ আজ তাদেরকেই করা হচ্ছে অবহেলা।’ প্রশাসন কিছুদিন আগেই এটাকে আলোকিত করল এখন আবারও অন্ধকারের মধ্যে কেন? এমনি নানা রকমের প্রশ্ন উঠছে জন সাধারণের কাছে। জানা যায়, জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমের সামনে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণীয় করে রাখতে ‘সূর্য সন্তান’ নামে একটি ম্যুরাল নির্মাণ করা হয়। ২০১২ সালের ২৫ মার্চ তৎকালীন পানিসম্পদমন্ত্রী ও বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন সূর্য সন্তানদের ম্যুরালটি উদ্বোধন করেন। উদ্বোধনের কিছুদিন পর থেকেই অবহেলিত অবস্থায় পড়ে থাকে ম্যুরালটি। দীর্ঘ পাঁচ বছর ধরে অন্ধকারে ছিল ম্যুরালটি। রক্ষণাবেক্ষণের অভাবে ম্যুরালটির নিচে বীরশ্রেষ্ঠদের নামের লেখাগুলো উঠে গিয়েছিল একসময়। এই নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নজরে আসে প্রশাসনের। অবশেষে ২০১৭ সালের নবেম্বর মাসে নির্মিত এই ম্যুরাল ‘সূর্য সন্তান’ ফলকের আলোকিত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসন। কিন্তু কি হলো আলোকিত করে এটাকে? আবারও কেন অন্ধকারে এই সূর্য সন্তারের ফলক? এমন অনেক প্রশ্নই অনেকেরই মনে মনে।
×