ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবশেষে সৌদিতেও লাখ লাখ বাংলাদেশী কর্মী বেকার

প্রকাশিত: ০৫:৩৪, ৬ সেপ্টেম্বর ২০১৮

  অবশেষে সৌদিতেও লাখ লাখ  বাংলাদেশী কর্মী বেকার

ফিরোজ মান্না ॥ অবশেষে ১২ ধরনের কাজ থেকে বাংলাদেশী কর্মীদের সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ ১২ ধরনের কাজ বন্ধের ‘সার্কুলার’ জারি করেছে। ফলে লাখ লাখ কর্মী বেকার হয়ে পড়েছেন। তারা দেশটিতে নিম্নমানের চাকরি খুঁজে বেড়াচ্ছেন। কেউ কেউ ছোট কাজ পেলেও বেশির ভাগ কর্মী কাজ পাননি। তারা জমানো অর্থ খরচ করে জীবন যাপন করছেন। পুলিশ প্রতিদিন বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বাংলাদেশী অনেক ব্যবসায়ীর দোকানপাট ভেঙ্গে দিয়েছে। পুলিশী অভিযানে অনেকে দেশে ফেরার জন্য ‘আউট পাস’ সংগ্রহও করে রেখেছেন। সূত্র জানিযেছে, সৌদি আরবে প্রবাসী কর্মীদের কাজের ক্ষেত্র সংকুচিত করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে প্রবাসী কর্মীদের ১২ ধরনের কাজের ওপর নিষেধজ্ঞা জারি করেছে সৌদি সরকার। সৌদি নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরি করতেই প্রবাসী কর্মীদের ১২ ধরনের কাজ থেকে বিরত রাখা হচ্ছে। ব্যবসা বাণিজ্য ও দোকানপাট থেকে তাদের চাকরি চলে গেছে। ইতোমধ্যে সৌদিতে ব্যবসা বাণিজ্য থেকে বাংলাদেশী নাগরিকদের অনেক সংকুচিত করে দেয়া হয়েছে। বর্তমানে হাজার হাজার কর্মী ১২ ধরনের কাজের বাইরে নতুন করে কাজ খুঁজছেন।
×