ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাগারে আদালত বসানো সংবিধান লঙ্ঘন নয় ॥ কাদের

প্রকাশিত: ০৫:১৯, ৬ সেপ্টেম্বর ২০১৮

 কারাগারে আদালত বসানো সংবিধান লঙ্ঘন নয় ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্গন নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা অভিযোগ করেছেন- কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। কিন্তু তাদের কাছে জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না? এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি করেছেন জেনারেল জিয়া। বুধবার বিকেলে সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন ভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির নেতারা কি ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়েছিল। সংবিধানে লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না। এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছে আদালত, ব্যবস্থাও নেবে আদালত। এক্ষেত্রে সরকারের কিছু বলার নেই। কীভাবে এবং কোথায় বিচার করে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়েছিল? বিএনপির দিকে এ প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কর্নেল তাহেরকে জেলে কোর্ট বসিয়ে ফাঁসি দিয়েছিলেন জেনারেল জিয়া, এটা কি বিএনপি ভুলে গেছে? এটা সংবিধানের কোথাও লেখা নেই যে জেলের মধ্যে বিশেষ প্রয়োজনে বিশেষ আদালতের ব্যবস্থা করা যাবে না? খালেদা জিয়ার বয়স ও শারীরিক অসুস্থতাজনিত কারণে আদালত জেলের মধ্যে বিশেষ আদালত বসাতে পারে- বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বয়স বিবেচনায় তার (খালেদা জিয়া) পক্ষে আদালতে মুভ করা সব সময় হয়ত সম্ভব নয়। জিয়া চ্যারিটেবল যে মামলা, সেই মামলাও তিনি তো হাজিরা দিচ্ছিলেন না। এমতাবস্থায় তাকে হাজিরা দেয়ার সুবিধা করে দিতেই এই বিশেষ আদালতের ব্যবস্থা। অসুস্থ হলেও তো মামলা চলবেই। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ১০ বছর বিলম্বিত, প্রলম্বিত করেছে। এই মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেত, এখানে সরকারের কোন দোষ নেই। সরকার চেয়েছিল মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়। কিন্তু বিএনপির বহুরূপী আইনজীবী, এত বিজ্ঞ-অভিজ্ঞ আইনজীবী, তারা তো খালেদা জিয়ার মামলাটা ১০ বছর ধরে চালিয়েছেন। এখন জিয়া চ্যারিটেবল ট্রাস্টের যে মামলা, এই মামলাও নানা কৌশলে বিঘিœত করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন। কিন্তু বিচারকার্য কারো জন্য তো থেমে থাকবে না। বেগম জিয়া যদি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে না যান, অসুস্থতার কারণে আদালতের মধ্যে যে কোর্ট সেখানে যেতে তো অসুবিধা হবে না। কাদের বলেন, এটাকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন বলেছেন। তার প্রতি আমার প্রশ্ন- সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন কী কারণে, কোথায় লেখা আছে যে এই ধরনের আদালত বসতে পারবে না? সবসময় তারা এরকম করতে থাকেন। কোন একটা অজুহাত জনগণকে বিভ্রান্ত করে এবং তারা বিষয়টা নিয়েও একটা ছলনার অপকৌশল নিয়েছেন। যেটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নিরপেক্ষ বিচার ব্যবস্থায় এভাবে যারা সংবিধান লঙ্ঘনের কথা বলে আসলে তারাই সংবিধান লঙ্ঘন করেছে। আর কে আদালতে গেল আর কে গেল না তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। বিএনপি বিচার মানে না, সংবিধান মানে না; এটাই হচ্ছে বিএনপির চরিত্র ও বৈশিষ্ট্য। আদালতই এ বিষয়ে জবাব দেবে। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতার বিষয়ে করণীয় ঠিক করতেই এই যৌথসভার আয়োজন করা হয়েছে। আজ কার্যনির্বাহী সংসদের জরুরী সভা ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরী সভা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আজ রাজশাহী নেতাদের সঙ্গে বৈঠক ॥ এদিকে আজ সকাল দশটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
×