ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলতি মাসেই অন্তর্বর্তীকালীন সরকার ॥ মুহিত

প্রকাশিত: ০৫:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৮

  চলতি মাসেই  অন্তর্বর্তীকালীন সরকার ॥ মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে চলতি মাসেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ওই নির্বাচন সামনে রেখে শেখ হাসিনাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার গঠিত হবে। ওই মন্ত্রিসভার নাম হবে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা। তবে অন্তর্বর্তী বা নির্বাচনকালীন সরকারে বিএনপির কোন প্রতিনিধি রাখা হচ্ছে না। যেহেতু দশম জাতীয় সংসদে দলটির কোন নির্বাচিত প্রতিনিধি নেই। বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বেসিক ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তিনি একান্ত বৈঠকে মিলিত হন। অর্থমন্ত্রী বলেন, আগামী ২০ দিনের মধ্যে আমার ধারণা ২৫ সেপ্টেম্বরের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নেই। নির্বাচিতদের নিয়েই এ সরকার গঠন করা হবে। শুধু তাই নয়, নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকারও সুযোগ নেই। মুহিত বলেন, আগামী ২৭ ডিসেম্বর নির্বাচন হলে আইন অনুযায়ী সেপ্টেম্বরের ২৫ বা ২৬ তারিখে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙ্গে দেয়া হবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না সংসদ ভাঙ্গা হবে না। সংসদ ভেঙ্গে দেয়ার বিষয়ে সংবিধানে কোনো প্রভিশন নেই। সংসদ ভাঙবে নির্বাচনের অনেক পরে। পরবর্তী সংসদ গঠন হলে তখনই সংসদ ভাঙবে। তার মানে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ সংসদের জীবন আছে। তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে নির্বাচনের জন্য দিন পাওয়া কঠিন। তবে নির্বাচন কমিশন ২৭ ডিসেম্বর ঠিক করেছে। সম্ভবত ২৭ তারিখই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও নিরপেক্ষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, সিলেট সিটিতে যেমন এবার অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জাতীয় সংসদ নার্বাচনও নিরপেক্ষ হবে। অর্থমন্ত্রী জানান, এবার নির্বাচন সুষ্ঠু হবে এবং এতে বিএনপি না এলে দলটি শেষ হয়ে যাবে। ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এমডি নিয়োগে সার্চ কমিটি ॥ বেসিক ব্যাংক নতুন এমডির (ব্যবস্থাপনা পরিচালক) খোঁজে আগামী সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ। বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ওই সময় তিনি বলেন, সার্চ কমিটি গঠন হয়ে গেলে এমডি নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হবে। বর্তমান এমডি ইস্তফা দিলেও আগামী ৩ মাস তিনি অফিস করবেন বলেও জানান তিনি।
×