ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিকিৎসা করাবে প্রশাসন

হাসপাতাল থেকে উধাও মাকে ফিরে পেল সেই নবজাতক

প্রকাশিত: ০৪:৪৪, ৬ সেপ্টেম্বর ২০১৮

 হাসপাতাল থেকে উধাও মাকে ফিরে পেল সেই নবজাতক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর ॥ কুমিল্লায় একটি বেসরকারী হাসপাতালে সন্তান রেখে পালিয়ে যাওয়া মা রোকেয়া বেগমকে ফিরে পেয়েছে সেই নবজাতক। জেলা পুলিশ ও গণমাধ্যমের সহযোগিতায় ফিরিয়ে আনা হয়েছে রোকেয়াকে। শিশুটির নাম দেয়া হয়েছে দৃষ্টান্ত। চিকিৎসার দায়িত্বও নিয়েছেন জেলা ও পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে গিয়ে নবজাতককে কোলে নিয়ে রোকেয়া কান্নায় ভেঙ্গে পড়েন। জানা যায়, গত ১৮ আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জের শাহআলম-রোকেয়া দম্পত্তির জন্ম নেয় একটি পুত্র সন্তান। সাড়ে ৬ মাসে ডেলিভারি এবং ৭০০ গ্রাম ওজনের অপরিণত শিশুর জীবন সঙ্কটাপন্ন হওয়ায় ভর্তি করা হয় কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে। ৭ দিন চিকিৎসার পর ২৪ আগস্ট শিশুটিকে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রেখে হাসপাতাল থেকে উধাও হয়ে যান শিশুটির দরিদ্র বাবা-মা। এমন অবস্থায় শিশুটির ব্যয়বহুল চিকিৎসা নিয়ে বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। গণমাধ্যমে এমন সংবাদের পর পুলিশের সহযোগিতায় চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা থেকে বুধবার দুপুরে শিশুটির মা রোকেয়াকে নিয়ে আসা হয় নবজাতক শিশুটির কাছে। হাসপাতালে নবজাতকের মা রোকেয়া জানান, তার দুটি সন্তান জন্মের পর মারা যায়।
×