ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৮

 আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ওজোন দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা বুধবার বিকেল ৩টায় ঢাকায় বাংলাদেশ শিল্প একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ‘শীতল থাকার পরিবেশবান্ধব কৌশল, মেনে চলি মন্ট্রিল প্রটোকল।’ পরিবেশ অধিদফতর আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চারটি গ্রুপে প্রায় ৪শ’ শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের উৎসাহ প্রদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রতিযোগিতা পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী। আগামী ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য সেমিনারে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।-বিজ্ঞপ্তি
×