ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবপাচারকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৮

মানবপাচারকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচারকারী চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাসপোর্টসহ অন্যান্য আলামত। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এর ১০ নম্বর সড়কের ১০ নম্বর ছয়তলা বাড়ির পঞ্চম তলার উ-১ নম্বর ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সেবা ট্রাভেলস এজেন্সি নামে প্রতারণা করে আসছিল। তারা সবাই সাভারে থাকত। তাদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট, তার মধ্যে নয়টির ভিসা জাল, ১০টি বিভিন্ন দেশের জাল ডিমান্ড লেটার, ২ টি সীল, বিভিন্ন নামে ৫টি জাল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডসহ অন্যান্য আলামত উদ্ধার হয়। এছাড়া প্রায় ৮ লাখ নগদ টাকাও আছে। সিআইডির ঢাকা মেট্রোর দক্ষিণ বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ এনামুল কবির জানান, গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক ও জাল জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। তারা সেবা নামের একটি ভুয়া ট্রালেভ এজেন্সি খুলে মানুষকে প্রতারিত করে আসছিল।
×