ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আগামী মাসে নেত্রকোনা যাচ্ছেন

প্রকাশিত: ০৪:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৮

 রাষ্ট্রপতি আগামী মাসে নেত্রকোনা যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ সেপ্টেম্বর ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ৩ অক্টোবর নেত্রকোনা জেলা সফরে আসছেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম বুধবার জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। ওই দিন তিনি নেত্রকোনা জেলা সদরে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বিকেল তিনটায় ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে ‘বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত ‘আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব’-এ যোগ দেবেন। প্রধান অতিথি হিসেবে ওই উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী জানান, আন্তর্জাতিক এ লোকসংস্কৃতি উৎসবে বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার এবং ভারত, ভুটান, জার্মানি, তুরস্কসহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। নেত্রকোনার কৃতী সন্তান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার এ সংগঠনের সভাপতি।
×