ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ জেএমবির ৫ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪০, ৬ সেপ্টেম্বর ২০১৮

 বিদেশী পিস্তল ও  ধারালো অস্ত্রসহ  জেএমবির ৫  জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলার মির্জাপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে পুরাতন জেএমবির ৫ শীর্ষ জঙ্গীকে বিদেশী পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জেএমবির রাজশাহী ও রংপুর বিভাগের ইছাবা(সামরিক) এবং জেলবন্দী শাখার প্রধান শহিদুল্লাহ ওরফে মাসুম (৪৬), জেএমবির রাজশাহী বিভাগের ইছাবা প্রধানের দায়িত্বে থাকা বুলবুল ওরফে সোহাগ(৩২), ইছাবা সদস্য মাসুদ রানা (৩১),ইছাবা সদস্য আতিকুর রহমান ওরফে সৈকত (৩৩) ও ইছাবা সদস্য মিজানুর রহমান ওরফে দর্জি মিজান (৩৫)। এদের প্রত্যেকেরই একাধিক ছদ্মনাম রয়েছে। গ্রেফতারকৃতরা উত্তরাঞ্চলে টার্গেট কিলিংসহ বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। বুধবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় তাদের নিকট গুলিসহ ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৩টি বার্মিজ চাকু ও এক জোড়া হ্যান্ডকাফ পাওয়া যায়। এরা অনেক সময় পুলিশের পরিচয় দিত বলে সূত্র জানায়।
×