ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানে টাইফুন জেবির আঘাতে ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৭, ৬ সেপ্টেম্বর ২০১৮

 জাপানে টাইফুন জেবির আঘাতে ১০ জনের  মৃত্যু

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন জেবির আঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঝড়ে অন্তত ৩০০ আহত হয়েছে বলে সরকারের মুখপাত্র ইউসিদা সুগা জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেবি দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে এবং ব্যাপক ধ্বংযজ্ঞ চালায়। ওই দিন দুপুরের দিকে টাইফুনটি শিকোকু এলাকায় আঘাত হানে, পরে তা ওসাকার দিকে অগ্রসর হয় বলে জাপানের আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এ সময় ওই এলাকাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ঝড়ে বাতাসের গতি কমে আসছে এবং উত্তর দিকে ধাবিত হচ্ছে। লোকজনকে ভূমিধস ও বন্যার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ক্রান্তীয় ঝড় গর্ডন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে আঘাত হানায় ওই অঞ্চলের লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। বিবিসি। কোরিয়ান ভাষায় জেবি অর্থ ‘সোয়ালো’ বা আবাবিল পাখি। জেবি অল্প সময়ের জন্য অতি শক্তিশালী একটি টাইফুনে পরিণত হয়েছিল। এতে এটি ২৫ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হয়ে দাঁড়ায় বলে জানা গেছে।
×