ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় গেলে সংসদে সংখ্যালঘুদের জন্য ৩০ আসন সংরক্ষিত থাকবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৮:১৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

ক্ষমতায় গেলে সংসদে সংখ্যালঘুদের জন্য ৩০ আসন সংরক্ষিত থাকবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদের ৩০টি আসন সংরক্ষিত করা হবে। আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে এই ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইমানুয়েলস্ মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিশিষ্ট হিন্দু নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত, পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন দত্তসহ প্রমুখ। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনা লালন করি। আমরা ভেদাভেদ ও ধর্মীয় বিভেদে বিশ্বাস করি না।
×