ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে বাস চাপায় গার্মেন্টস কর্মী নিহত সড়ক অবরোধ

প্রকাশিত: ০৮:১৩, ৫ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে বাস চাপায় গার্মেন্টস কর্মী নিহত সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শ্রমিকবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার রাতে গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে। এ সময় তারা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার বিকন গার্মেন্টসের শিউলি (২৮) নামের নিহত ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান ও নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার বিকন গার্মেন্টস ছুটির পর সাড়ে আটটার দিকে শিউলি কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চান্দনা চৌরাস্তাগামী অপর এক কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিউলি নিহত হন। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওই মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় ভাংচুর করে। এতে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
×