ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্স-জার্মানি ম্যাচ দিয়ে শুরু প্রথম উয়েফা নেশন্স লীগ

প্রকাশিত: ০৬:৩৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

ফ্রান্স-জার্মানি ম্যাচ দিয়ে শুরু প্রথম উয়েফা নেশন্স লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ জুলাইয়ে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল। রাশিয়ায় অনুষ্ঠিত এ আসরে এবার শিরোপা জিতেছে ফ্রান্স। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘটে আগের আসরের শিরোপাধারী জার্মানির। বিশ্বকাপে অবশ্য দেখা হয়নি ফ্রান্স-জার্মানির। তবে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়নের। এবারই প্রথমবারের মতো ইউরোপের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে উয়েফা নেশন্স লীগ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই আসরটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দু’দল জার্মানির মিউনিখে। বিশ্বকাপ জয়ী দলটিতে তেমন কোন পরিবর্তন আনেননি কোচ দিদিয়ের দেশম। কিন্তু গোলরক্ষক অধিনায়ক হুগো লরিস ও আরেক গোলরক্ষক স্টিভ মান্দান্দাকে ছাড়াই জার্মানদের মুখোমুখি হতে হবে তাদের। এ দু’জনই ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না। ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন দেশম। ১৯৯৮ সালে ফ্রান্স প্রথমবার বিশ্বকাপ জয় করে এবং সেই দলটিতে ছিলেন দেশম এবং এ বছর তিনি কোচ হিসেবে ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। দেশম আসন্ন ম্যাচ নিয়ে বলেন, ‘শিরোপা জয়ের একটা প্রভাব এই ম্যাচে থাকবে আত্মবিশ্বাসের ক্ষেত্রে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এই খেতাবটি খুব ভালভাবে ধরে রাখতে হবে। কিন্তু অবশ্যই এটি কোন বাড়তি চাপ বা বোঝাস্বরূপ নয়। আসলে উল্টোটাই বুঝতে পারছি আমরা। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে যত ইতিবাচক বিষয়াদিই এখানে আসছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন তকমাটা এখানে গায়ে না লাগানোই ভাল হবে।’ দেশমের সবচেয়ে বড় শক্তি ১৯ বছর বয়সী স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তিনি এবার বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে এমবাপে শনিবার নিমেসের বিপক্ষে খেলার সময় লালকার্ড দেখেছেন। বুধবার তার শাস্তির বিষয়ে শুনানি হবে। এরপরও এমবাপের ওপর বিশ্বাস রাখছেন দেশম, ‘প্রতিক্রিয়া দেখানোটা মানবিক প্রবৃত্তি। তার এটা করা অবশ্যই উচিত হয়নি এবং সেও তা জানে। কিন্তু আমি এটাকে বড় ইস্যু হিসেবে দেখতে চাই না।’ ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে হল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স। ফরাসীদের বিপক্ষে কোচ জোয়াকিম লো’র অগ্নিপরীক্ষা। বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার পরও তিনি বহাল আছেন প্রধান কোচের পদে। দলকে কতখানি গুছিয়ে নিতে পেরেছেন সেই পরীক্ষাটা হবে এবার তার। জোয়াকিম বলেন, ‘আমাদের আসলে বেশ চাপের মধ্যে ঠেলে দেয়া হয়েছে এবং আমি সেটা নিয়েই বেশি চিন্তিত। কিন্তু আমি এখনও নিজেদের গুণাগুণ ও পর্যায় নিয়ে যথেষ্ট আশাবাদী। বিশ্বকাপের দলটি খুবই ভাল ছিল, কিন্তু আমরা পারফর্মেন্স দেখাতে পারিনি।’
×