ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিমত মেসির, বার্সিলোনা তারকা ফের জিততে চান চ্যাম্পিয়ন্স ট্রফি

‘রোনাল্ডো রিয়াল ছাড়বে আমি ভাবতেই পারিনি’

প্রকাশিত: ০৬:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

‘রোনাল্ডো রিয়াল ছাড়বে আমি ভাবতেই পারিনি’

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ ১১ বছরের মধ্যে এই প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসির। এরপরও বোধহয় খুব একটা বিচলিত নন আর্জেন্টাইন অধিনায়ক! হয়তো গত মৌসুমের পারফর্মেন্সের কারণে তিনি এটি প্রত্যাশিতই মনে করেছেন। তাইতো বার্সা জাদুকরকে বেশ ফুরফুরে মনে হচ্ছে। এ কারণেই হয়তো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলেছেন তিনি। এক সাক্ষাতকারে বলেছেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ায় শক্তি কমেছে রিয়াল মাদ্রিদের। পাশাপাশি পর্তুগীজ সুপারস্টারকে পেয়ে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লীগে ফেবারিটদের তালিকায় ওপরে উঠে এসেছে বলে মনে করেন মেসি। তিনি আরও জানান, রোনাল্ডো রিয়াল ছাড়বে এটা তার ভাবনারও বাইরে ছিল। গ্রীষ্মকালীন দল বদলে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে যোগ দেন রোনাল্ডো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্নাব্যুতে আসার পর নয় মৌসুমে চারটি চ্যাম্পিয়ন্স লীগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। সি আর সেভেনকে ছাড়াই চলতি মৌসুমে লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রিয়াল। নিজেদের প্রথম তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে জুলেন লোপেতেগির দল। এরপরও মেসির মতে, রোনাল্ডোকে হারানোয় শক্তি কমেছে রিয়ালের। মেসি বলেন, রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং তাদের অসাধারণ একটা দল আছে। কিন্তু এটা স্পষ্ট যে রোনাল্ডোর অনুপস্থিতি তাদের দুর্বল করেছে এবং জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লীগ জয়ে ফেবারিটদের তালিকায় তুলে এনেছে। রোনাল্ডো রিয়াল ছাড়ায় অবাক হয়েছেন বলেও জানান মেসি। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, রোনাল্ডোর চলে যাওয়া আমাকে বিস্মিত করেছে। তার রিয়াল মাদ্রিদ ছাড়া এবং জুভেন্টাসে যোগ দেয়া আমার চিন্তার বাইরে ছিল। অনেক দলই তাকে চাইছিল। এটা আমাকে অবাক করেছে। কিন্তু সে খুব ভাল একটা দলে যোগ দিয়েছে। শেষ তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এবারে বার্সিলোনাকে ইউরোপ সেরার লড়াইয়ে মনোযোগ দিতে হবে বলে মনে করছেন দলটির অধিনায়ক মেসি। ২০১৪-১৫ মৌসুমে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ঘরে তোলে কাতালান পরাশক্তিরা। পরের তিন মৌসুমে যথাক্রমে এ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস ও এ এস রোমার কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিতে হয় মেসিদের। সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে গত মৌসুমে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে এ্যাওয়ে গোলের কারণে বাদ পড়ে বার্সা। ইউরোপের মঞ্চের ব্যর্থতা প্রভাব ফেলেনি বার্সিলোনার ঘরোয়া সাফল্যে। গেল মৌসুমে ঘরোয়া ডাবল লা লিগা ও কোপা ডেল’রে জয় করে তারা। এবারে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে বার্সিলোনার সঙ্গী ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান, ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ও পিএসভি আইন্দহোভেন। চলতি মৌসুমে প্রতিযোগিতায় ভাল করতে মরিয়া মেসি বলেন, এ বছরে আমরা আবারও চ্যাম্পিয়ন্স লীগে খেলছি। টানা তিন বছর আমরা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছি, আর শেষবারেরটা ছিল সবচেয়ে বাজে। কারণ যেভাবে আমরা খেলেছিলাম এবং অনুকূল একটা ফল নিয়ে আমরা ফিরতি লেগে এসেছিলাম। ক্লাব, দল ও সমর্থকদের জন্য আমাদের চ্যাম্পিয়ন্স লীগে মনোযোগ দিতে হবে। আমাদের দুর্দান্ত একটা দল আছে। এ জন্যই আমরা বলি যে আমরা চ্যাম্পিয়ন্স লীগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।
×