ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়া কাপ নিয়ে মনে করছেন পেসার আবু হায়দার রনি

বাংলাদেশের ভাল সম্ভাবনা আছে

প্রকাশিত: ০৬:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের ভাল সম্ভাবনা আছে

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপে এবার বাংলাদেশ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সবার মুখে একটি শব্দ, ‘চ্যাম্পিয়ন’। শেষ পর্যন্ত তা কী সম্ভব? পেসার আবু হায়দার রনি মনে করছেন, ‘সম্ভব’। তিনি বলছেন, ‘বাংলাদেশের ভাল সম্ভাবনা আছে।’ সংযুক্ত আরব আমিরাতে খেলা। দুবাই ও আবুধাবিতে খেলা হবে। ১৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টের প্রথমদিনই শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে এ দুই দলের বিপক্ষে লড়াই করে ‘সুপারফোরে’ উঠলে আরও তিনটি ম্যাচ খেলা হবে। যদি ‘সুপারফোরে’ সেরা দুই দলের একটি হওয়া যায় তাহলেই ফাইনালে খেলবে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে জিতলেই তো চ্যাম্পিয়ন। কঠিন পথ। তবে অসম্ভব নয়। বাংলাদেশ এর আগেও দুইবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে। ২০১২ ও ২০১৬ সালের ফাইনালে খেলে রানার্সআপ হয়েছে। যেহেতু সংযুক্ত আরব আমিরাতে খেলা, ধরেই নেয়া হচ্ছে স্পিনারদের আধিক্য থাকবে। তাই সব দলই স্পিনার পুঁজি বাড়িয়ে নিয়েছে। টুর্নামেন্টের খেলা। তাই ব্যাটসম্যানদের জন্যও ভাল সুযোগ থাকবে। তাহলে বাকি থাকল পেসারদের নিয়ে ভাবনা। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের পেসাররা ভাল বোলিং করেছেন। যে দলের পেসাররা ভাল করতে পারবেন তাদের সম্ভাবনাও ভাল থাকবে। রনি সেইদিকেই বেশি মনোযোগী হচ্ছেন। রনি জানিয়েছেন, ‘যদি আমাদের পেস বোলিং এ্যাটাক দেখেন শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই, টি২০তে অনেক ভাল বোলিং করেছে। এই আত্মবিশ্বাস যদি এশিয়া কাপে নিতে পারি, মনোযোগের সঙ্গে বল করতে পারি, তাহলে হয়তো অনেক এগিয়েই থাকব।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টি২০ খেলতে পেরেছেন রনি। আহামরি কিছু না হলেও ভাল বোলিং করেছেন। এশীয় কাপেও আছেন। নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানাতে গিয়ে রনি বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য বলতে যদি বলি, ম্যাচ খেলব কিনা এখন সিওর না। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। এখন অনুশীলন চলছে, অনুশীলনে নিজেকে ভালভাবে প্রস্তুত করা এখন আমার লক্ষ্য। আর যদি সুযোগ পাই তাহলে কিভাবে নিজের সেরাটা দিতে পারি।’ নিজের আত্মবিশ্বাস ভাল আছে বলেই জানান রনি, ‘আমার আত্মবিশ্বাস খুব ভাল আছে। খুব ভাল বোলিং হচ্ছে সো ফার। শেষ দুটি সিরিজও খুব ভাল বোলিং হচ্ছে। আমি চেষ্টা করব ওই ধারাটাই যেন রাখতে পারি। অনুশীলনেও খুব পরিশ্রম করছি। যদি সুযোগ পাই সেরাটা দেয়ার চেষ্টা করব।’ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এখন অনেক চ্যালেঞ্জ। কেউ খারাপ করলেই আরেকজন আছেন দলে ঢোকার জন্য। রনি কঠিন চ্যালেঞ্জ দেখছেন, ‘এটা একটা চ্যালেঞ্জ আসলে। জাতীয় দলে যারা আছে সবাই প্রতিষ্ঠিত বোলার। এরমধ্যেই আমার অভিজ্ঞতা একটু কম। আমি চেষ্টা করছি এখান থেকে যতটুকু পারা যায়, নিজেকে অভিজ্ঞ করা যায়। সিনিয়রদের দেখে যতটুকু শেখা যায়। আর একটা প্রতিযোগিতা থাকে। চারজন পেস বোলার আছি আমরা। তিনজন বা দু’জন ভাল করছে। এটা আমার মধ্যেও তাগিদ আসে যে আমাকেও ভাল করতে হবে। জাতীয় দলে থাকতে হলে, ম্যাচ খেলতে হলে অনেক ভাল করতে হবে। এটা দলের মধ্যে একটা ভাল ব্যাপার যে অভিজ্ঞতা অর্জন করা, ভাল করার চেষ্টা করা। এটা উপভোগ করছি।’ বোলিংয়ে বৈচিত্র্যও আনার চেষ্টা করছেন রনি, ‘ভেরিয়েশন নিয়েও কাজ হচ্ছে। আগে যেমন অফ কাটারটাও মারতাম, এখন ব্যাক অফ দ্য হ্যান্ড, নাকল বলটাও ট্রাই করছি। ইয়র্কারগুলা ট্রাই করছি। পারফেকশন আনার চেষ্টা করছি। হয়তো একদিনে হবে না। ডে বাই ডে অনুশীলন করতে করতে আসবে।’ কন্ডিশন নিজেদের পক্ষেই থাকবে বলেও মনে করছেন রনি, ‘দুবাইয়ে গরম থাকবে। গরমটা হয়তো ম্যাটার করবে না। কারণ আমরা গরমে খেলে অভ্যস্ত। কন্ডিশন আমাদের দেশের মতোই। উইকেটে স্পিনাররা হয়তো সহায়তা পাবে, পেস বোলাররাও ওখানে ভাল বল করে। কারণ আমরা যখন খেলেছি সবুজ ঘাস ছিল, আবুধাবিতে যে উইকেটে খেলেছি। যেমন আমরা পিএসএলে দেখি হয়তো কাছাকাছিই থাকবে। আমার মনে হয় ভাল স্পোর্টিং উইকেট থাকবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমি আসলে অসুবিধার কথা বলব না, সুবিধার কথাই বলব। যে রকম কন্ডিশনই থাক আমাদের সেরাটা দিতে হবে। আমি সুবিধার কথাই বলব। যেহেতু এশিয়াতে খেলা। আশাকরি ভালই করব।’
×