ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেকদের মুখে কুকের প্রশংসা

প্রকাশিত: ০৬:৩৬, ৫ সেপ্টেম্বর ২০১৮

সাবেকদের মুখে কুকের প্রশংসা

স্পোর্টস রিপোর্টার ॥ কেনিংটন ওভালেই ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন এ্যালিস্টার কুক। দুদিন আগে এমন ঘোষণা দিয়েছেন ইংলান্ড ইতিহাসের সর্বোচ্চ টেস্ট রান ও সেঞ্চুরির মালিক। দুর্দান্ত ক্যারিয়ারের জন্য অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এই তালিকায় আছেন কুককে যিনি আবিষ্কার করেছিলেন সেই সাবেক গুরু গ্রাহাম গুচ, সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ অনেকেই। তবে কুককে ওভাল টেস্টের একাদশে দেখতে চান না আরেক ইংলিশ কিংবদন্তি ডেভিড লয়েড। কুকের বিদায় ঘোষণার পর পুরো ক্রিকেট বিশ্ব তার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। ভন বলছেন, ‘ইংল্যান্ডকে কুকের চেয়ে বেশি দিতে পারেননি কেউ।’ আরেক সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেনের মতে, ‘ও ইংল্যান্ডের গ্রেটেস্ট ব্যাটসম্যান হয়ে থাকবে। আমার দেখা মানসিকভাবে সবচেয়ে কঠিন ক্রিকেটার সে। সত্যিকারের স্মরণীয় ক্রিকেটার কুক।’ সোমবার নিজের অবসরের খবর দিয়ে এক বিবৃতিতে ৩৩ বছর বয়সী কুক উল্লেখ করেন, ‘গত কয়েক মাসে অনেক চিন্তা ও মতবিনিময়ের পর আমি ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আজ বিষাদের দিন তবুও আমি মুখে বড় হাসি নিয়ে ভাবতে পারছি, আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছি। আর কিছু দেয়ার নেই।’ কুক বন্দনায় যখন পুরো বিশ্ব মেতে উঠেছে ঠিক তখনই উল্টো পথে হাঁটলেন ডেভিড লয়েড। সাবেক এ ইংলিশ ক্রিকেটার মনে করেন, ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্ট কুককে খেলতে দেয়া উচিত নয়। তার মতে, যেহেতু কুকের দেয়ার মতো কিছু নেই তাহলে কেন তাকে একাদশে রাখতে হবে? এমন প্রশ্ন সাবেক এই তারকার। ডেভিড লয়েড এক কলামে লিখেছেন, ‘আমি ওভালে এ্যালিস্টার কুককে খেলানোর পক্ষে নই। সময় শেষÑ এর অর্থ সময় শেষ। তাই কুককে আরেকটি টেস্ট খেলানোর পক্ষে নই আমি। শুধু তার টেস্ট অর্জনের জন্য তাকে আরেকটি টেস্ট খেলাতে হবে। একজন যখন অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন তাকে শুধু বইয়ের পাতায় মানায়। ওভাল টেস্টে আরেকজনকে দেখার সঠিক সময়। ভবিষ্যত বেছে নেয়ার এটাই সেরা সময়।’ কুককে বিদায়ী টেস্ট খেলতে দেয়ার পক্ষে না থাকলেও কুককে প্রশংসায় ভাসিয়েছেন ৭১ বছর বয়সী লয়েড, ‘এ্যালিস্টার কুক অসাধারণ খেলোয়াড়। ক্রিকেটের দূত সে। অবশ্যই ইংলিশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করা অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু তাকে ওভালে দেখতে চাই না। তাকে ম্যাচের আগে সংবর্ধনা দেয়া হোক। তাকে বিদায়ী বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়া হোক। এরপর ড্রেসিং রুমে বসে খেলাটা উপভোগ করুক। কিং ইজ ডেড। লং লিভ কিং।’ তবে টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ইংলিশ ম্যানেজমেন্ট যে সুযোগ দেবে, সেটি বলাইবাহুল্য।
×