ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যেখানে মাদক সেখানেই প্রতিরোধ

প্রকাশিত: ০৬:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

যেখানে মাদক সেখানেই প্রতিরোধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কেদারপুর যুব সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার মাদক নির্মূলে শুরু হয়েছে গণআন্দোলন। যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ। যুবকদের এ আহ্বানে সাড়া দিয়েছেন জেলা ও বাবুগঞ্জ থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ। কেদারপুর আছিয়া ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রব হাওলাদার। যুব সংঘের উপদেষ্টা জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, ওসি (তদন্ত) আব্দুর রহমান প্রমুখ। ইয়াবাসহ বউ-শাশুড়ি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ জেলার হোসেনপুরে এক হাজার ২৫২ পিস ইয়াবাসহ বউ-শাশুড়ি গ্রেফতার হয়েছে। সোমবার রাতে উপজেলার সিদলা টানসিদলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- টানসিদলা গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী মেহেরা খাতুন ও তার ছেলে বিপুল মিয়ার স্ত্রী তানিয়া আক্তার। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে ওই দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে।
×