ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমির বিরোধ নিয়ে নারীকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৬:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

জমির বিরোধ নিয়ে নারীকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ সেপ্টেম্বর ॥ তালতলী উপজেলার বেহেলা গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে জোসনা রানী (৩০) নামের এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে সুুকুমার বড়াল ও তার লোকজন। গুরুতর আহত জোসনা রানীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে। জানা গেছে, উপজেলার বেহেলা গ্রামের রবিন্দ্রনাথ বড়ালের সঙ্গে নয় একর ছয় শতাংশ জমি নিয়ে চাচাত ভাই সুকুমার বড়াল, ভগ্নিপতি নির্মলেন্দু হাওলাদারের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ওই জমি সুষ্ঠু বণ্টনের জন্য রবিন্দ্রনাথ বড়াল আমতলী সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। মঙ্গলবার সুকুমার বড়াল ও নির্মলেন্দু হাওলাদার জোরপূর্বক জমি চাষ করে। এতে রবিন্দ্রনাথ বড়াল বাধা দিলে তাকে মারধর শুরু করে। স্বামী রবিন্দ্রনাথ বড়ালকে রক্ষায় তার স্ত্রী জোসনা রানী এগিয়ে যায়। এ সময় নির্মলেন্দু হাওলাদার, তার ছেলে নিখিল হাওলাদার, নিবির হাওলাদার ও স্ত্রী আলো রানী, সুকুমার বড়াল ও তার ছেলে আশিষ বড়াল জোসনা রানীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। অস্ত্র আইনে একজনের ১০ বছরের কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অস্ত্র মামলার রায়ে এক আসামিকে ১০ বছরের কারাদ- প্রদান করেছে আদালত। দ-িত ব্যক্তির নাম আবদুল মোমেন (৩৪)। চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহাদাত হোসেন ভূঁইয়ার আদালত মঙ্গলবার এ রায় প্রদান করে। উল্লেখ্য, ২০১৬ সালের ১০ মে রাতে হাটহাজারী থানার ফতেহাবাদ এলাকা থেকে ৬ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী অস্ত্রসহ আবদুল মোমেনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়।
×