ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের কল্যাণমুখী শিক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৬:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষকদের কল্যাণমুখী শিক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষক-গবেষকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে দায়িত্ব সচেতনতা বৃদ্ধি, আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা, অভিজ্ঞতা বিনিময় এবং জ্ঞান আহরণ ও বিতরণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মঙ্গলবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য কথাগুলো বলেন। শিক্ষক ও গবেষকদের আত্মপ্রত্যয়ী হওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক সুকান্ত ভট্টাচার্যের পরিচালনায় এ কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪২টি বিভাগ/ইনস্টিটিউটের ১২৬ জন শিক্ষক-গবেষক অংশগ্রহণ করেন। দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা সদরের পৃথক স্থান কুন্দপুকুর ও চড়াইখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কুন্দপুকুর ইউনিয়নের মধ্য আঙ্গারপাড়া গ্রামের খোকন মিয়ার দেড় বছরের মেয়ে নূপুর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। একইভাবে চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ৩ বছরের শিশু ছেলে জহির উদ্দিন পুকুরে ডুবে যায়। পৃথকস্থানের এ ঘটনায় উভয় গ্রামের মানুষজন ও পরিবারের অভিভাবকরা পুকুর হতে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
×