ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যাকারীদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার প্রধান আসামিসহ পলাতক খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ত্রিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড নামকস্থানে এই কর্মসূচী পালন করে মতিন মাস্টারের পরিবার, স্বজন ও এলাকাবাসীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা জনতা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই কর্মসূচী চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বলা হয়, প্রধান আসামিকে অবিলম্বে গ্রেফতার করা না হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। গত ৩ জুলাই ত্রিশালে বাড়ির পাশের ফিসারি থেকে আব্দুল মতিন মাস্টারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সাত আসামির মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে। তবে এখনো ধরা পড়েনি এই মামলার প্রধান আসামি। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকা- ঘটেছে বলে জানায় পারিবারিক সূত্র। মামলার প্রধান আসামি গ্রেফতার এড়িয়ে মতিন মাস্টারের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরসহ খুনীদের ফাঁসি দাবি করা হয় মঙ্গলবারের সমাবেশে। কটিয়াদীতে বিদ্যুতস্পৃষ্টে কর্মী নিহত নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ জেলার কটিয়াদীতে নিয়ম বহির্ভূতভাবে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোকারম হোসেন (২৫) নামে কে.বি প্রকৌশলী প্রতিষ্ঠানের এক বিদ্যুতকর্মী নিহত হয়েছে। সে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বগিরপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। জানা গেছে, উপজেলার বনগ্রাম নোয়াপাড়া গ্রামের বিদ্যুতলাইন সম্প্রসারণের কাজ করতে গিয়ে সোমবার দুপুরে মোকারম নামে এক বিদ্যুতকর্মী সঞ্চালিত বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলে থাকে। পরে স্থানীয় গচিহাটা পুলিশ ফাঁড়ির কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তার সহকর্মীদের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে খুঁটির ওপর থেকে মোকারমকে নিচে নামিয়ে আনেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ওইদিন রাত পৌনে ৩টায় তার মৃত্যু হয়।
×