ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রানীশংকৈল ডিগ্রী কলেজ

ফরম পূরণে বাড়তি ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

ফরম পূরণে বাড়তি ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ সেপ্টেম্বর ॥ ডিগ্রী পাস ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মঙ্গলবার রানীশংকৈল ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবনে তালা মেরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দাবি না মানলে ক্লাস বর্জনসহ কলেজের প্রশাসনিক ভবনের কার্যক্রম রুখে দেয়ার কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জানা যায়, কলেজ কৃর্তপক্ষ ডিগ্রী ৩য় বর্ষের ফরম পূরণ ১৬ আগস্ট শুরু করে ৫ সেপ্টেম্বর শেষ সময় নির্ধারণ করেছে। এতে পরীক্ষার ফি নির্ধারণ করেছে তিন হাজার নয়শ’ পঞ্চাশ টাকা। অপরদিকে বিএসসি বিভাগের জন্য নির্ধারিত ফি’র সঙ্গে সাতশ’ পঞ্চাশ টাকা বেশি দিতে হবে বলে কলেজ কর্তৃপক্ষ নোটিস প্রদান করে। শিক্ষার্থীদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে আমাদের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করছেন। শিক্ষার্থী কাজল, ফারজানা, মারুফা, আনজু বলেন, আমরা গরিব পরিবারের সন্তান। কষ্ট করে পড়াশোনা করছি এখন ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষা দিব, কিন্তু কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণের ফি নির্ধারণ করেছে তিন হাজার নয়শ’ পঞ্চাশ টাকা। যা আমাদের দেয়া অসম্ভব। শিক্ষার্থী সুজন, জমিরুল ইসলাম, মান্নান, ইব্রাহিম বলেন, অন্যান্য কলেজে ফরম পূরণে ফি কম থাকলেও আমাদের কলেজে তার থেকেও অনেক বেশি ধরা হয়েছে। আমরা কর্তৃপক্ষকে এ বিষয়ে আপত্তি জানালেও তারা আমাদের ধমক দেন এবং বলেন, ফরম পূরণ করলে কর না হলে নাই। তাই আমরা এর প্রতিবাদে প্রাথমিকভাবে প্রশাসনিক ভবনে তালা মেরে বিক্ষোভ মিছিল করেছি। অতিরিক্ত ফি কমিয়ে বোর্ড কর্তৃক নির্ধারিত এক হাজার চারশ’ টাকা ফি দিয়ে ফরম পূরণের দাবি না মানলে আমরা ক্লাস বর্জনসহ প্রশাসনিক সমস্ত কার্যক্রম রুখে দেয়াসহ তীব্র আন্দোলনের কর্মসূচী ঘোষণা দেব।
×