ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিক্ষুক পুনর্বাসন

প্রকাশিত: ০৬:২৬, ৫ সেপ্টেম্বর ২০১৮

ভিক্ষুক পুনর্বাসন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ॥ মঙ্গলবার মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর উদ্বোধন করা হয়। স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ম-ল, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, আবেদ আলী, খোরশেদ আলম প্রমুখ। শেষে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লার স্ব উদ্যোগে ৬ ভিক্ষুকের মাঝে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করেন। চার্জার লাইটে দেড় কেজি সোনা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের কাতার থেকে আসা সন্দেহজনক একটি চার্জার লাইটে মিলেছে প্রায় দেড় কেজি সোনা। মঙ্গলবার সকালে কাস্টমস কর্মকর্তারা এগুলো আটক করে। তবে এর মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, কাতার থেকে ইউএস-বাংলার এই ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে সকাল ৯টায়। মালামাল বের হওয়ার সময় একটি কার্টনের স্ক্যানিংয়ে ধরা পড়ে সন্দেহজনক একটি চার্জার লাইট। কাস্টমস কর্মকর্তারা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও এর দাবিদার পাননি। পরে সেটি খুলে ব্যাটারি রাখার জায়গায় পাওয়া যায় ১৩টি স্বর্ণ বার, যার ওজন ১ কেজি ৫১৭ গ্রাম। মালিক না পাওয়ায় স্বর্ণগুলো জব্দ এবং কাস্টমস এ্যাক্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×