ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে গণপিটুনিতে চোর নিহত

প্রকাশিত: ০৬:২৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

সৈয়দপুরে গণপিটুনিতে চোর নিহত

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ৪ সেপ্টেম্বর ॥ সৈয়দপুরে জাভেদ (৪০) নামের এক যুবককে স্থানীয় জনতা আটকের পর বেদম প্রহার করে। এতে গণপিটুনিতে সে গুরুতর আহত হলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। সে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ি এলাকার জিকরুল হকের পুত্র বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে তার বাড়ির পার্শ¦বর্তী কাছারিহাট নামক এলাকায়। এলাকাবাসী জানায়, নিহত যুবক ছিলেন ওই এলাকার কুখ্যাত চোর। ঘটনার রাতে সে কাছারিপাড়ায় চুরি করতে যায়। এ সময় হাতে-নাতে আটক হলে উত্তেজিত জনতা বেদম প্রহার করে তাকে। এতে গুরুতর আহত হলে এলাকাবাসী সৈয়দপুর থানায় খবর দেয় এবং চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সৈয়দপুর থানায় নেয়ার সময় আবারও সে অসুস্থ বোধ করে। পরে আবারও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। কেরানীগঞ্জে গৃহবধূ রূপা হত্যাকারীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জে গৃহবধূ মাহমুদা আক্তার রূপার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের দক্ষিণ খেজুরবাগ সড়কে বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী। এসময় তারা রূপার স্বামী আহমদ আলীসহ হত্যার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত বিচার দাবি করেন। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করা হয়েছে রূপাকে। উল্লেখ্য, গত ৩১ আগস্ট যৌতুকের দাবিতে নির্যাতনে মাহমুদা আক্তার রূপাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রূপার স্বামী আহাম্মদ আলী ও শাশুড়িসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামিরা।
×