ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদার দাবিতে দুই ভাইকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৬:২৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

চাঁদার দাবিতে দুই ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকসেবীদের দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না দেয়ায় ২ ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায়। জানা গেছে একই এলাকার চিহ্নিত মাদকসেবী শাহিন, তুহিন, মমিন, সিরাজ ও ইমাম হোসেন তার কাছে গত কয়েকদিন ধরে এক লাখ টাকা দাবি করে আসছিল। তাদের টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে খাঁ পাড়া মসজিদের পশ্চিম পাশে মাদকসেবীরা হাবিব খাঁনকে একা পেয়ে পিটাতে থাকে। এসময় তার চিৎকারে হাবিবের ভাই মাসুম খাঁন এগিয়ে এলে আসামিরা তাদের ২ ভাইকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে লোকজন ছুটে এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি স্বর্ণের চেইন, নগদ ১২ হাজার ৫ শত টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট লুটে নেয় মাদকসেবীরা। এ ঘটনায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। নাটোরে বিএনপির ৮ নেতাকর্মী আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ সেপ্টেম্বর ॥ বড়াইগ্রামে থানা পুলিশের অনুমতি ছাড়া তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করায় থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মৌখাড়া এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয় বড়াইগ্রাম শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সরকার ও থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকারকে। একই রাতে জলন্দা নিজ বাসভবন থেকে আটক করা হয় শহর ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন শামীমকে। এ ছাড়াও পুলিশ একই রাতে নটাবাড়িয়া থেকে টিটু সেখ ও সজীব হোসেন এবং কালিকাপুর থেকে সাজদার হোসেন নামে ছাত্রদল কর্মী, গোয়ালফা থেকে আশরাফুল সেখ ও মৌখাড়া এলাকা থেকে আকতার হোসেন নামে দুই যুবদল কর্মীকে আটক করে।
×