ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণীর ছাত্রী

প্রকাশিত: ০৬:২৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণীর ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ সেপ্টেম্বর ॥ পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণীর এক ছাত্রী। সোমবার রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, সদর উপজেলার চান্দেরনগর নয়াপাড়া গ্রামের জনৈক মজিবর রহমানের কিশোর ছেলে রফিকুল ইসলামকে (১৬) তার অভিভাবক ও আত্মীয়-স্বজনরা সোমবার পার্শ¦বর্তী কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের ওই কিশোরীর সঙ্গে বিয়ে ঠিক করে। এ খবর পেয়ে সদর থানার এসআই মিজানুর রহমান ফোর্সসহ ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে গেলেও পুলিশ বর রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। কর্ণফুলী দূষণের দায়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদী দূষণের দায়ে এক প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার সকালে শুনানি শেষে এই জরিমানা নির্ধারণ করেন অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য কড়াভাবে সতর্ক করে দেয়া হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা জানান, দ-িত প্রতিষ্ঠানটির নাম বে ফিশিং কর্পোরেশন। পরিবেশ অধিদফতরের একটি টিম গত সোমবার পতেঙ্গায় অবস্থিত এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করে। তখন কর্ণফুলী নদীতে ভোজ্য তেলের অপরিশোধিত বর্জ্য ফেলার প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার এ নিয়ে অধিদফতর কার্যালয়ে শুনানি হয়। এতে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিতে ৩ লাখ ৬৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।
×