ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিজিএফ চাল আত্মসাত

ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:২৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভিজিএফ’র চাল আত্মসাত করার অভিযোগে জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের বিচারাধীন আদালতে দায়ের করা মামলার অভিযোগ তদন্তে দুদক কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়। অপরদিকে মঙ্গলবার বেলা এগারোটায় জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার সৌদি মার্কেট ও কারফা বাজারে জল্লা ইউনিয়নবাসীর ব্যানারে একইসময় ভিজিএফ’র চাল আত্মসাতকারী চেয়ারম্যানসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচীতে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এদিকে মঙ্গলবার দুপুরে আদালতের আদেশ প্রাপ্তির কথা স্বীকার করেছেন দুদকের বরিশাল অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা। সূত্র মতে, ওই ইউনিয়নের বাহেরঘাট এলাকার বাসিন্দা এরশাদ হাওলাদার বাদী হয়ে সোমবার শেষ কার্যদিবসে আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হচ্ছেন, ইউপি চেয়ারম্যান বিশ্বজিত হালদার নান্টু, ওএমএস ডিলার প্রিতম বিশ্বাস, সুশান্ত হালদার, রমেশ বিশ্বাস ও দুলাল বিশ্বাস। উল্লেখ্য, ওই চাল বিক্রি করার জন্য পাচারের সময় গত ২৮ আগস্ট স্থানীয়রা অভিযুক্তদের হাতেনাতে আটক করে।
×