ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ২০৮ এইডস রোগী

প্রকাশিত: ০৬:০৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

মুন্সীগঞ্জে ২০৮ এইডস রোগী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ২শ’ ৮ জন এইডস রোগী রয়েছে। স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের পরিসংখ্যান-২০১৭ অনুযায়ী মুন্সীগঞ্জে এইডস আক্রান্ত রোগীর এ সংখ্যা পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভাকক্ষে এইচআইভি/এইডস বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। এছাড়া ঢাকা জেলার এইডস আক্রান্ত সংখ্যা ৯৪৭, ফরিদপুর ৪২, গাজীপুরে ১৬৯, গোপালগঞ্জে ৩৩, কিশোরগঞ্জে ২৬, মাদারীপুরে ২০, মানিকগঞ্জে ৫৬, নারায়ণগঞ্জে ১৫২, নরসিংদীতে ৫৮, রাজবাড়ীতে ১৫, শরীয়তপুরে ৪০, টাঙ্গাইলে ৮৫ জন রয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জ জেলার বাসিন্দাদের একটি বড় অংশ বিদেশে অবস্থান করছেন। প্রায়ই তাদের দেশে আসা যাওয়া করতে হয়। এ কারণকে এইডস আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ৬৫ শতাংশ দায়ী। তবে প্রধান কারণ হিসেবে এটি চিহ্নিত হলেও আরও অনেক কারণ রয়েছে। এইডস আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে অনেকটা অনীহায় থাকেন। সামাজিক সম্মান ও আত্মমর্যাদার কথা মাথায় রেখে অনেক ক্ষেত্রে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন না। এতে তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সদর মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সুমন বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পরিচালক এইডস/এসটিভি ডাঃ শেখ মোস্তফা সাদিক খান। বিশেষ অতিথি ছিলেনÑ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) মুন্সীগঞ্জ শাখার সভাপতি ডাঃ মোঃ আখতার হোসেন বাপ্পি।
×