ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইনমন্ত্রীর শোক

প্রকাশিত: ০৬:০৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

আইনমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত মরহুম আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম খানের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী মঙ্গলবার এক শোক বার্তায় বলেন, আনোয়ারুল ইসলাম খানের মতো একজন দেশপ্রেমিক ও একনিষ্ঠ কর্মীকে হারিয়ে দেশের ও বাংলাদেশ আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি আনোয়ারুল ইসলাম খানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আনোয়ারুল ইসলাম খান গত রবিবার ইন্তেকাল করেন। নিষিদ্ধ ওষুধ জব্দ স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ বিদেশী ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার রাতে অভিযান চালিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিকালে ১৬ প্রকারের ওই বিদেশী ওষুধ জব্দ করা হয়। এ ওষুধের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম জানান, জেদ্দা, সৌদি আরব থেকে ছেড়ে আসা এসভি ৮০৮ হজযাত্রী বহনকারী ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান পরিচালনা করে। এরপর শুল্ক গোয়েন্দা দল ৮ নম্বর লাগেজ বেল্টে ওষুধ খুঁজতে থাকে এবং মালিকবিহীন অবস্থায় ১টি ট্রলিতে ২টি লাগেজ দেখে সন্দেহ করে।
×