ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সিয়াম হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:০৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

না’গঞ্জে সিয়াম হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আলোচিত স্কুলছাত্র আরাফাত হোসেন সিয়াম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদ- ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত লাশ গুম করার অভিযোগে যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিদের ৭ বছর করে সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে ৬ আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিল এবং যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত এক আসামি পলাতক রয়েছে। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলো- মেহেদী মন্ডল, হালিম ও আসলাম। বেকসুর খালাস প্রাপ্তরা হলো- ফারুক মন্ডল, মেরিনা মন্ডল ও বিপ্লব। রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জজ কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওয়াজেদ আলী খোকন। জানা গেছে, গত ২০১৩ সালের ২২ নবেম্বর সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় কবুতর কেনাকে কেন্দ্র করে স্থানীয় আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সিয়ামকে ছুরিকাঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে মেহেদী মন্ডল ও তার পরিবারের সদস্যরা। পরে তারা লাশ গুম করলে ঘটনার পরদিন ২৩ নবেম্বর মুন্সীগঞ্জের শান্তিনগর এলাকা থেকে সিয়ামের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
×