ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানে প্রশিক্ষণে যাওয়া বাংলাদেশীদের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালনের আহ্বান

প্রকাশিত: ০৬:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৮

জাপানে প্রশিক্ষণে যাওয়া বাংলাদেশীদের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালনের আহ্বান

সাজ্জাদ হোসেন সজিব, টোকিও থেকে ॥ জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিদেশে প্রশিক্ষণ নিতে আসা বাংলাদেশের প্রত্যেক নাগরিককে নিজ দেশের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের কর্মকা- এবং মনোভাবে বিদেশীদের কাছে বদলে দিতে পারে বাংলাদেশের ভাবমূর্তি। বিদেশে অর্জিত শিক্ষা ও জ্ঞান দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। সোমবার তিনি জাপান সরকারের বৃত্তি নিয়ে আসা বাংলদেশ সিভিল সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের ৩০ জন কর্মকর্তার উদ্দেশে বক্তৃৃতা করছিলেন। টোকিওর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে উচ্চশিক্ষার্থে জাপান আসা এই কর্মকর্তাদের দূতাবাসের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রদূত লেখাপড়ার পাশাপাশি সবাইকে জাপানী ভাষা, সংস্কৃতি, জীবন ও কর্ম পদ্ধতি থেকে শিখতে এবং তা ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে প্রয়োগের পরামর্শ দেন। জাপান থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য রাষ্ট্রদূত বৃত্তিপ্রাপ্ত কর্মকর্তাদের আহ্বান জানান। জাপানিজ গ্রান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (জেডিএস) স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ২০০১ সাল থেকে প্রতিবছর বাছাই করে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এই বৃত্তি প্রদান করে আসছে। চালু হওয়ার পর থেকে এ যাবত ৩২৮ জন জেডিএস ফেলো এই বৃত্তি পেয়েছেন যাদের মধ্যে ২৬৪ জন ইতোমধ্যে কোর্স শেষ করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার (জাইস) এই প্রোগ্রামের বাস্তবায়ন সংস্থা হিসেবে কাজ করছে। এ বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ জন, বাংলাদেশ ব্যাংকের ৫ জন, সড়ক ও জনপথ বিভাগের ৬ জন এবং পুলিশ, শিক্ষা ও ইকোনমিক ক্যাডার থেকে ২ জন করে, তথ্য, স্বাস্থ্য ও মৎস্য ক্যাডার থেকে একজন করে কর্মকর্তা জাপানের ইয়ামাগুচি, মেইজি, সুকুবা, হিতুতসুবাশি, রিতসুমিকান, হিরোশিমা, কিউশু, ইউকোহামা এবং আইইউজে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, গবর্নেন্স স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশন, পরিবেশ বিজ্ঞান, আইন ইত্যাদি বিষয়ে দুই বছরের মাস্টার্স কোর্সে অংশগ্রহণ করবেন।
×