ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরাসরি ওয়াসার পানি জারে ভরে বিক্রি, চার প্রতিষ্ঠানকে শাস্তি

প্রকাশিত: ০৬:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৮

সরাসরি ওয়াসার পানি জারে ভরে বিক্রি, চার প্রতিষ্ঠানকে শাস্তি

স্টাফ রিপোর্টার ॥ ওয়াসার পানি জারে ভরে বিক্রি, বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পানি বাজারজাত করে আসছিল অনেকদিন ধরে। মঙ্গলবার রাজধানীর বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমনকিছু অবৈধ ও মানহীন পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সন্ধান পায় বিএসটিআই। অভিযানকালে ৪টি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা এবং ২টি প্রতিষ্ঠানকে সিলগালা এবং মালামাল জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় পানির পাম্পসহ প্রায় ১ হাজার ড্রিংকিং ওয়াটারের জার জব্দ করা হয়। বিএসটিআই’র মহাপরিচালক জনাব সরদার আবুল কালাম অভিযানে অংশ নেন। বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সারোয়ার আলমের নেতৃত্বে এবং র‌্যাব ও ওয়াসার সহযোগিতায় মহানগরীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চারটি অবৈধ ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান শনাক্ত করা হয়। এরমধ্যে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় নদী ফুড এ্যান্ড বেভারেজ, লালমাটিয়া, পল্লবী, মিরপুর-১১, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা এবং সেইফ ইন্টারন্যাশনাল, মিরপুর-১০, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে দু’লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। বিএসটিআই অর্ডিন্যান্স, ১৯৮৫ (এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট ২০০৩) এর ২৪/১৯ ধারা লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানদ্বয়কে উক্ত দ- প্রদান করেন। একই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস্সুম ড্রিংকিং ওয়াটার, লালমাটিয়া, পল্লবী, মিরপুর-১১ এবং সোনালী ড্রিংকিং ওয়াটার, মিরপুর-২, ঢাকা নামীয় প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দু’টির পানির পাম্পসহ প্রায় ১০০০ ড্রিংকিং ওয়াটারের জার জব্দ করা হয়। অভিযান শেষে বিএসটিআই’র মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া এবং প্রধানমন্ত্রী ও শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে বিএসটিআই তার ওপর অর্পিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। ভোক্তা পর্যায়ে ভেজালমুক্ত খাবার পৌঁছে দিতে বিএসটিআই সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার কর্তৃক নির্ধারিত ১৯৪টি বাধ্যতামূলক পণ্যের পরীক্ষণ, সনদ প্রদান এবং মনিটরিং করার দায়িত্ব বিএসটিআই’র। এর মধ্যে ড্রিংকিং ওয়াটার অন্যতম। বিএসটিআই’র এরূপ অভিযান চলমান থাকবে বলেও জানান বিএসটিআই’র মহাপরিচালক।
×