ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশসহ অন্যান্য ছোট অর্থনীতির দেশগুলো সমস্যায় পড়তে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, আইনী কাঠামোর অধীনে বহু পক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা বাংলাদেশসহ ছোট দেশগুলোর জন্য ভাল। তিনি বলেন, আমরা এই ব্যবস্থার (ডব্লিউটিও) অধীনে বিশেষ কিছু সুবিধা ভোগ করে থাকি। যদি বহুপক্ষীয় ব্যবস্থা না থাকে, তবে ধনী ও শক্তিশালী দেশগুলো মেধাস্বত্ব বা ট্রেড ইউনিয়ন বা অন্য ইস্যুতে বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করতে পারে। মোস্তাফিজুর রহমান আরও বলেন, ট্রাম্পের এই হুমকি চাপ প্রয়োগ করার কৌশল মাত্র। তারা এই ব্যবস্থা থেকে বের হবে না। একই ধরনের মত প্রকাশ করে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, যুক্তরাষ্ট্র ডব্লিউটিওতে সংস্কার আনার চেষ্টা করছে এবং এজন্য তারা ইউরোপিয়ান ইউনিয়নসহ অন্যদের সঙ্গে দর কষাকষি করছে। আমার ধারণা, তারা এই ব্যবস্থা থেকে বের হবে না। তিনি বলেন, তবে বাংলাদেশকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার জন্য তৈরি থাকতে হবে। কারণ কয়েক বছর পরে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হলে বাড়তি সুবিধা আর পাব না। তখন আমাদের দ্বিপক্ষীয়ভাবে এই সুবিধাগুলো আদায় করতে হবে। আমাদের এখন থেকেই দর কষাকষির জন্য তৈরি হতে হবে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ স্টাডি থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি সংস্থাটির আচরণের পরিবর্তন না ঘটলে, ওয়াশিংটন সেখান থেকে সরে দাঁড়াবে।
×