ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে উঁচু ভাস্কর্য

প্রকাশিত: ০৬:০০, ৫ সেপ্টেম্বর ২০১৮

সবচেয়ে উঁচু ভাস্কর্য

বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্যটি এখন নির্মিত হচ্ছে ভারতে। এ ভাস্কর্য নির্মাণের কাজে প্রায় শেষের দিকে। এর উচ্চতা হবে ১৮২ মিটার বা ৬০০ ফুট। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সরদার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এ ভাস্কর্য তৈরি করা হচ্ছে গুজরাট প্রদেশে। বর্তমানে চীনে বুদ্ধমূর্তি সবচেয়ে উঁচু ভাস্কর্য যার উচ্চতা ১২৮ মিটার। হিন্দু জাতীয়তাবাদীরা সরদার প্যাটেলকে গভীর শ্রদ্ধা করে।-বিবিসি ৯০ হাতির লাশ আফ্রিকার বতসোয়ানার একটি অভয়ারণ্যে ৯০টির বেশি হাতির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবেশ সংরক্ষণবাদীরা সোমবার এ তথ্য জানিয়েছেন। পরিবেশবাদী সংগঠন ‘এলিফ্যান্টস উইদাউট বর্ডার’ ওই অভয়ারণ্যে একটি জরিপ পরিচালনা করেছে। তারা জানিয়েছে, অভয়ারণ্যে এই হাতি হত্যার ঘটনা আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বেশি। সম্প্রতি বতসোয়ানার বেআইনীভাবে প্রাণী নিধন বিরোধী ইউনিটকে নিরস্ত্র করা হয়। এ সময়ই এত হাতি হত্যার ঘটনা ঘটল। বতসোয়ানায় বিশ্বের সবচেয়ে বেশি হাতি রয়েছে।-ওয়েবসাইট
×