ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজস্থানে জঙ্গী বিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

প্রকাশিত: ০৫:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

রাজস্থানে জঙ্গী বিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বিমান বাহিনীর একটি জঙ্গী বিমান বিধ্বস্ত হয়েছে। খবর এএফপির। মঙ্গলবার রাজস্থানের যোধপুর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে সূত্র জানায়। মিগ-২১ বিমানটি যোধপুরের কাছে ভূমিতে আছড়ে পড়ে এবং আগুন ধরে বিধ্বস্ত হয়। ভাগ্যক্রমে পাইলট বিধ্বস্ত হওয়ার আগে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোন সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি বলে সূত্রটি জানায়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যোধপুর বিমান ঘাঁটি থেকে জঙ্গী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে জুলাইয়ে হিমাচল প্রদেশের কাংরা জেলায় এবং মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মিগ-২১ জঙ্গী বিমান বিধ্বস্ত হয়। উভয় ঘটনায়ই পাইলট নিহত হয়। উ. কোরিয়ার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী জু’র জীবনাবসান উত্তর কোরিয়ার বিশিষ্ট ক্ষেপণাস্ত্র ও পরমাণু বিজ্ঞানী জু কিউ চাং মারা গেছেন। দেশটির পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে তার জোরালো ভূমিকা রয়েছে এমন ধারণা থেকে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার উত্তর কোরিয়া একথা জানিয়েছে। উত্তর কোরিয়ার সরকারী বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘প্রফেসর জু কিউ চাং রক্তবাহিত ‘প্যানসাইটোপেনিয়া’ রোগে সোমবার ৮৯ বছর বয়সে মারা যান। -এএফপি
×