ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৫:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

লন্ডনে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ১২টি গাড়ি ৮০ কর্মী কাজ করছে। লন্ডন ফায়ার ব্রিগেড এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে ডাজেনহাম এলাকার হিওয়েট রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকা- ঘটে। এ সময় বিদ্যালয়ের ভেতরে কেউ ছিল কিনা তা জানা যায়নি। এক তলা ভবনের প্রায় অর্ধেকই আগুনে পুড়ে গেছে। সেখানে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জাপানে শক্তিশালী টাইফুনের আঘাত জাপানের পশ্চিমের প্রদেশগুলোতে মঙ্গলবার সকালে টাইফুন জেবি আঘাত হেনেছে। বাতিল করা হয়েছে ৬০০টি স্থানীয় ও আন্তর্জাতিক বিমান ফ্লাইট। বন্ধ ছিল ট্রেন ও বাস চলাচল। বিবিসি। ওদিকে পাবলিক পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঝড়ের কবলে পড়ে কত আহত হয়েছেন তার খবর জানাতে পারেনি স্থানীয় পুলিশ। জাপানের আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে শিকোকু এলাকায় আঘাত হানে। পরে তা ওসাকার দিকে অগ্রসর হয়। ২১৬ কি.মি. বেগে বাতাস এই এলাকার ওপর দিয়ে বয়ে চলছে। দফতরটি আরও জানায়, ১৯৯৩ সালের পর এটি বড় ধরনের কোন ঘূর্ণিঝড় হতে চলেছে। সকাল ৭টার দিকে কচি প্রদেশে আঘাতের পর ওই অঞ্চলের বিদ্যুত ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে সবাইকে সতর্কভাবে চলতে বলা হয়েছে। ওদিকে সকাল থেকে ওসাকা স্টেশন থেকে ছেড়ে আসা জাপানের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন শিনকানসেন তাদের স্থগিত করে। কর্মকর্তারা আরও বলেন, আমরা ইতোমধ্যে ফুকোওয়াকা, সাগা, ওতা, কাগুশিমা, টকুশিমা, ইমাগুচি ও হিরোশিমা প্রদেশে সতর্কতা অবস্থা জারি করেছি। ২০ হাজার পরিবারকে তাদের নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলেছে স্থানীয় সিটি কর্পোরেশন।
×