ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে দাঁড়াতে জাতিসংঘ ও সুপ্রীমকোর্টে আবেদন জানাবেন লুলা

প্রকাশিত: ০৫:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

নির্বাচনে দাঁড়াতে জাতিসংঘ ও সুপ্রীমকোর্টে আবেদন জানাবেন লুলা

কারাগারে আটক ব্রাজিলের বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও ডা সিলভা লুলা অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে আরোপিতা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জাতিসংঘ ও ব্রাজিলের শীর্ষ আদালতে আবেদন জানাবেন। তিনি সোমবার এ কথা বলেছেন। খবর এএফপির। লুলার বিরুদ্ধে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণের ওপর সুপিরিয়র ইলেক্টোরেল কোর্ট শুক্রবার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা স্থগিত করার জন্য এক অনুরোধসহ আবেদনটি জানানো হবে। লুলা ঘুষ গ্রহণের অভিযোগে বর্তমানে ১২ বছরের কারাদ- ভোগ করছেন। ওয়ার্কার্স পার্টির সম্ভাব্য প্রার্থী ফারনান্দো হাদাদ দক্ষিণাঞ্চলীয় শহর কুরিতিবায় কারাগারে লুলার সঙ্গে দেখা করার পর বলেছেন, তিনি সাবেক রাষ্ট্রপ্রধানকে সম্ভাব্য সকলভাবে সহযোগিতা করতে প্রস্তুত। হাদাদ জাতিসংঘ মানবাধিকার কমিটির সাম্প্রতিক সমর্থনের উল্লেখ করে বলেন, এ বামপন্থী আইকনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিবন্ধক সৃষ্টি করা যায় না। কারণ, তার আপীল আবেদন বহাল আছে। সুপ্রীম ইলেক্টোরেল কোর্ট দেশের মর্যাদাশীল আইনের ভিত্তিতে লুলাকে নির্বাচনে অংশগ্রহণে অনুপযুক্ত ঘোষণা করেছে। লুলাকে ২০১৭ সালের জুলাইতে দোষী সাব্যস্ত করা হয় এবং তিনি জানুয়ারিতে প্রাথমিক আপীলে হেরে যান। নির্বাচনী আদালত ১২ সেপ্টেম্বর লুলার ওয়ার্কার্স পার্টিকে প্রার্থী মনোনয়নে সিদ্ধান্ত দেয় এবং ৭২ বছর বয়স্ক লুলার বিরুদ্ধে নির্বাচনী অভিযান চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। লুলা এর মধ্যে তার পরিবর্তে প্রার্থী হিসেবে হাদাদকে বেছে নেন। কিন্তু মাও পাওলোর এ সাবেক মেয়র তার কমরেড লুলার জনপ্রিয়তার কাছাকাছি কোন অবস্থান তৈরি করতে পারেন নি। লুলা তার ২০০৩-২০১০ সালের শাসন মেয়াদে দারিদ্র্যমুক্ত করেছিলেন দেশের লাখ লাখ মানুষকে এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে অর্জন করেন বিপুল জনপ্রিয়তা। কিন্তু লুলা এক বড় নির্মাণ কোম্পানির কাছ থেকে ঘুষ হিসেবে সমুদ্রতীরে একটি এ্যাপার্টমেন্ট গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হন।
×