ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ট্রোকে আক্রান্ত আক্তারের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫০, ৫ সেপ্টেম্বর ২০১৮

স্ট্রোকে আক্রান্ত আক্তারের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ নিউরো রোগী মোঃ আক্তার হোসেনের(৩০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শরীয়তপুর জেলার পালং থানার মজুমদার কান্দী গ্রামে তার বাড়ি। স্ট্রোকের কারণে তার মুখ বাঁকা হয়ে গেছে। একাকী চলাফেরা করতে পারেন না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। নিম্নœ মধ্যবিত্ত পরিবারের সন্তান মোঃ আক্তার হোসেন। স্থাবর সম্পত্তি বিক্রি করে এ পর্যন্ত চিকিৎসা চলছে। রোগীকে সুস্থ করে তুলতে অনেক দিন ব্যয়বহুল চিকিৎসা চালাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, মোঃ আক্তার হোসেনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯০৩৬৮৮৬৯৪(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে -মোঃ আক্তার হোসেন, সোনালী ব্যাংক লিঃ জাতীয় সংসদ ভবন শাখা, হিসাব নং -৩৪০৫২৪৪৫। ঘোষণা ঃ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×