ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পেট্রোল বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহীতে পেট্রোল বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে চারটি বোমা ও পাঁচটি পেট্রোল বোমাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বারোঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামায়াত নেতার নাম ওবাইদুর রহমান (৪৭)। তিনি উপজেলা জামায়াতের রোকন বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবদুর রাজ্জাক খান। তিনি জানান, নাশকতার পরিকল্পনা করছে তানোরের ওই জামায়াত নেতা- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওবাইদুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটকের পর তার বাড়ি তল্লাশি করে চারটি বোমা ও পাঁচটি পেট্রোলবোমা পাওয়া যায়। তার বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এছাড়াও সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার আটটি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আবদুর রাজ্জাক খান। এ সময় বেশকিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে গোদাগাড়ী থানায় পাঁচজন, তানোর থানায় পাঁচজন, মোহনপুরে ছয়জন, পুঠিয়ায় চারজন, বাগমারায় তিনজন, দুর্গাপুরে চারজন, চারঘাটে ১১ জন ও বাঘা থানায় সাতজন। এদিকে সোমবার রাতে রাজশাহী নগরীর ছাত্রাবাস থেকে বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নগরের সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রাবাসে অভিযান চালিয়ে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে (২০) এবং ডাঁশমারি এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ শিবির নেতা শাকিব হোসেন রাজিবকে (২৩) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ইসমাইল রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায়। অপর শিবির নেতা শাকিব হোসেন রাজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সে রাবির জোহা হলের ছাত্র শিবিরের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাধুর মোড় এলাকার অর্কিড ছাত্রবাসে অভিযান চালানো হয়। ছাত্রবাসের নিচতলায় ১০২নং রুমে অভিযান চালিয়ে ছাত্র শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেফতার করা হয়। এ সময় তার রুমে তল্লাশি চালিয়ে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন সিরাজী জানিয়েছে, সে নগর ছাত্রশিবিরের আহ্বায়ক। মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় তার বাড়ি। পুলিশের কাছে সংবাদ ছিল গ্রেফতারকৃত শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজী অর্কিড ছাত্রাবাসে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিল। এদিকে, নগরের মতিহার থানার ডাঁশমারি এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা শাকিব হোসেন রাজিবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান।
×