ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মস্তিষ্কের আঘাত পর্যালোচনায় এআই

প্রকাশিত: ০৫:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

মস্তিষ্কের আঘাত পর্যালোচনায় এআই

মানুষের মস্তিষ্ক পর্যালোচনা করতে মেডিক্যাল ইমেজিং দিয়ে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল বানিয়েছে চীনের একদল গবেষক। মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ব্যক্তিরা পুনরায় চেতনা ফিরে পাবেন কিনা তা জানাবে এই মডেল। মস্তিষ্কে গুরুতর আঘাত ‘ডিজঅর্ডার্স অফ কনশাসনেস’ (ডিওসি)-এর কারণ হতে পারে। এ অবস্থায় রোগী সচেতনভাবে কথা বলতে বা প্রতিক্রিয়া জানাতে পারেন না। কেউ কেউ এর থেকে সেরে উঠলেও কারও কারও দীর্ঘস্থায়ী ডিওসি দেখা যায়। নতুন এই মডেলটি মস্তিষ্কের কার্যকরী নেটওয়ার্কের ছবি পর্যালোচনা করে ফলাফল জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই গবেষণার প্রধান গবেষক চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের সং মিং বলেন, যখন মস্তিষ্ক কাজ করে তখন এর অনেক অংশ জড়িত থাকে এবং একটি নেটওয়ার্ক তৈরি করে এগুলো কাজ করে। দুটি মোবাইল ফোনের মতোই, মানুষ যখন ফোন কল করেন এদের মধ্যে বাস্তবে কোন তারের সংযোগ না থাকলেও এগুলো কাজ করে। এআই মডেলকে প্রশিক্ষণ দিতে ৬৩ জন ডিওসি রোগীর মস্তিষ্কের হাজার হাজার ছবি ব্যবহার করা হয়েছে। মস্তিষ্কে আঘাত পাওয়ার অন্তত এক মাস পর এই ছবিগুলো নেয়া হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, কোন রোগী চেতনা ফিরে পাবেন এবং কোন রোগী পাবেন না তা ৮৮ শতাংশ সময় ঠিকভাবে জানাতে পেরেছে মডেলটি। -আইএএনএস
×