ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খেলা সম্প্রচার ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইটের যাত্রা শুরু

প্রকাশিত: ০৫:৩৭, ৫ সেপ্টেম্বর ২০১৮

খেলা সম্প্রচার ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইটের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন পরীক্ষামূলক বাণিজ্যিক সম্প্রচার শুরু করেছে। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের যাত্রা শুরু হলো। এটা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল)। কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, মঙ্গলবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মাধ্যমে এই স্যাটেলাইটের কার্যক্রম শুরু হলো। বেসরকারী টেলিভিশনগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা পাবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে। তখন বঙ্গবন্ধু স্যাটেলাইট পুরোদমে কাজ করবে। এই সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে তিনি উল্লেখ করেন। চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো বিকেলে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। খেলার সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারী স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের লিঙ্ক থেকে বিটিভিতে প্রচার করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন তিনি। বিটিআরসি জানিয়েছে, বর্তমানে বিদেশী স্যাটেলাইটের ভাড়া বাবদ যে ১৪ মিলিয়ন ডলার ব্যয় হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট পুরোদমে কাজ শুরু করলে এই টাকা দিতে হবে না। উল্টো স্যাটেলাইট ভাড়া দিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হয়েছে। বাকি ২০ ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে স্যাটেলাটের ট্রান্সপন্ডার ভাড়ার বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে। উল্লেখ্য, গত ১২ মে ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়। বিটিআরসির প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে স্যাটেলাইট প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ফরাসী প্রতিষ্ঠান থ্যালিস এলিনিয়া স্পেস এই স্যাটেলাইট তৈরি করে। আর উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের বেসরকারী মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের মাধ্যমে।
×