ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আলোচনায় বৈশাখী টিভির একাধিক নাটক

প্রকাশিত: ০৮:৩৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

আলোচনায় বৈশাখী টিভির একাধিক নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালা প্রচার সম্প্রতি শেষ হয়েছে । এবার ঈদে ধারাবাহিক, একক, মেগাসহ ২০টি নাটক প্রচার হয়। গত ঈদ-উল-ফিতরের মতো এ ঈদেও তুমুল জনপ্রিয়তা পায় বৈশাখীর ৬ ধারাবাহিকসহ ৭টি একক নাটক। অন্যদিকে দারুণ প্রশংসিত হয় বিরতিহীনভাবে প্রচার হওয়া ৬টি মেগা নাটক। কোন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়া মেগা নাটকের কনসেপ্ট এটাই প্রথম। অতি অল্প সময়ে ইউটিউব চ্যানেলে এসব নাটকের ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়ে গেছে অর্ধ কোটি। কোন কোনটি আবার গত ঈদ-উল-ফিতরে প্রচারিত কোটির ঘর ছাড়িয়ে যাওয়া তুমুল জনপ্রিয়তা পাওয়া নাটকের সিক্যুয়েল। ৬টি ধারাবাহিক নাটকের মধ্যে শাহরিয়ার সুমনের পরিচালনায় ‘খোকা কঞ্জুস’। রুমান রুনির পরিচালনায় ‘কিপ্টা দুলাভাই’। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘ব্রেক ফেইল-৪’। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় ‘কিড সোলায়মান-২’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘লাল দালান’। ফরিদুল হাসানের পরিচালনায় ‘বউয়ের দোয়া পরিবহন’। ঈদ নাটক নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, গত ঈদ-উল-ফিতরে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেও আমাদের নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করা ৪টি টিভি চ্যানেলের পর বৈশাখী টিভিই ছিল টিআরপির শীর্ষে। আমাদের মূল উদ্দেশ্য দর্শকদের বিনোদন দেয়া, এবারও তার ব্যত্যয় যাতে না হয়, সে ব্যাপারে যথেষ্ট সচেষ্ট ছিলাম আমরা। কতটুকু পেরেছি সে বিচারের ভার দর্শকের। তবে এ ধারা যাতে আগামীতেও অব্যাহত থাকে তার জন্য প্রতিনিয়ত কাজ করে যেতে চাই আমরা।
×