ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০৮:১১, ৪ সেপ্টেম্বর ২০১৮

আজ এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুজিবনগর সরকারের পশ্চিম অঞ্চল-১-এর চেয়ারম্যান, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’প্রাপ্ত (মরণোত্তর), আইনজীবী ও সমাজসেবক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কিমিটির সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টা ম-লীর সদস্য এম আব্দুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ‘নগরিয়া’ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ঢাউসিক) সদ্য প্রকাশিত নিউজলেটার ‘নগরিয়া’ নাগরিকদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য ডাক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানের নগরভবনে প্যানেল মেয়র মোঃ জামাল মোস্তফা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শবনম মুস্তারী রিক্তার কাছে আনুষ্ঠানিকভাবে ‘নগরিয়া’ হস্তান্তর করেন। -বিজ্ঞপ্তি
×