ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবালে নূরের মালিকসহ ৬ জন আসামি

প্রকাশিত: ০৮:১১, ৪ সেপ্টেম্বর ২০১৮

জাবালে নূরের মালিকসহ ৬ জন আসামি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর বাসের মালিক শাহাদাত হোসেনসহ ছয়জনকে আসামি করে আদালতে এই সপ্তাহে অভিযোগপত্র (চার্জশীট) দেয়া হবে। আসামিরা হচ্ছেন, এ ঘটনার সঙ্গে জড়িত তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ, দুই বাসচালকের সহকারী এনায়েত ও রিপন এবং দুই শিক্ষার্থীকে চাপা দেয়া বাসের মালিক শাহাদাত হোসেন। তবে এই ছয়জনের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন চারজন। দুইজন এখনও পলাতক। তারা হচ্ছে, সহকারী কাজী আসাদ ও মালিক জাহাঙ্গীর আলম। সোমবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে পুলিশের গোয়েন্দা শাখা ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ কথা বলেন। গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়। টঙ্গীবাড়ি থানার ওসির বিরুদ্ধে তদন্ত শুরু মাদক সংশ্লিষ্টতা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসানের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজদিখান ও টঙ্গীবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের হাতে এই সংক্রান্ত পত্র হস্তগত হয়। তিনি সোমবার সন্ধ্যায় জনকণ্ঠকে জানান, তদন্ত কাজ শুরু হয়েছে। এর আগে শনিবার দুপুরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করেন।
×