ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় সুপারভাইজার আটক

প্রকাশিত: ০৮:১০, ৪ সেপ্টেম্বর ২০১৮

বাসে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় সুপারভাইজার আটক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইলে বাসে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় বাসের সুপারভাইজারকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার ভোরে কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সুপারভাইজার এরশাদ (৪০) একই এলাকার মৃত লাল চাঁনের ছেলে। পরে তাকে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে মানসিক প্রতিবন্ধী ওই নারীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুজ্জামান ওই নারীকে ভাইয়ের জিম্মায় রাখার আদেশ দিয়েছেন। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাসের সুপারভাইজার এরশাদকে আটক করা হয়। তবে এ ঘটনায় বাসের চালক এবং ধর্ষণ মামলার প্রধান আসামি আলম মিয়া এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এক মানসিক প্রতিবন্ধী নারী বাস থেকে নামছিল। এ সময় বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পরিবহনের চালক আলম মিয়া এবং সহকারী নাজমুল হোসেন ওই নারীকে ফুঁসলিয়ে ও প্রলোভন দেখিয়ে বাস থেকে নামতে দেয়নি।
×