ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪ কেজি সোনার চালান আটক

প্রকাশিত: ০৮:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

১৪ কেজি সোনার চালান আটক

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের অভিযানে আবারও ধরা পড়েছে সোনার একটি চালান। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে ১২০টি সোনার বারসহ (১৪ কেজি) ছয়জনকে আটক করা হয়। রবিবার রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সোনা ধরা হয়। আগাম তথ্য ছিল-সিলেট থেকে স্বর্ণের একটি বড় চালান নিয়ে ঢাকায় আনা হচ্ছে। চোরাচালানিরা অত্যন্ত সুকৌশলে দুই বাসে ভাগ হয়ে ঢাকায় রওনা দেয়। প্রত্যেকের প্যান্টের গোপন পকেটে রাখা হয় ২০টি করে সোনার বার। র‌্যাবও সেভাবেই আগে থেকেই ওঁৎ পেতে থাকে। পাঁচদোনা এলাকায় বাস দুটি তল্লাশি করে ছয়জনকে ধরা হয়। পরে তাদের কাছ থেকে মোট ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটকরা হলেন, জামাল হোসেন (২২), তানভীর আহমেদ (২৫), রাজু হোসেন (২৩), আবুল হাসান (৩৫), রাজু আহমেদ (৩০) ও আলাউদ্দিন (৩২)। এ ঘটনায় সোমবার কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত হারুন খান। তিনি জানান- আটক ওই ছয় চোরাকারবারি যাত্রী বেশে স্বর্ণের চালান নিয়ে ঢাকা আসছিলেন। তাদের প্যান্টের গোপন পকেটে প্রত্যেকের কাছে ২০টি করে মোট ১২০টি স্বর্ণের বার ছিল। এসব স্বর্ণের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলে প্রত্যেকেই ১৪ হাজার টাকা করে পেতেন। আটকরা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। চোরাচালানের মাধ্যমে তারা দেশের সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে স্বর্ণ পাচার করে আসছিলেন। স্বর্ণ চোরাচালানের মূলহোতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি, আটকদের জিজ্ঞাসাবাদের পর মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
×