ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আওয়ামী লীগকে বিভাজন করার চেষ্টা করবেন না’

প্রকাশিত: ০৮:০৮, ৪ সেপ্টেম্বর ২০১৮

‘আওয়ামী লীগকে বিভাজন করার চেষ্টা করবেন না’

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জে ॥ এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলমের বিরুদ্ধে লৌহজং উপজেলা আওয়ামী লীগ সোমবার সংবাদ সম্মেলন আহ্বান করে তার উদ্দেশে বলেছে, ‘দলকে বিভাজন করবেন না’। রবিবার দক্ষিণ মসদগাঁও কালিমন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের শান্তিপূর্ণ আলোচনা সভায় ঢাকার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওসমান গণি তালুকদার সভাপতিত্ব করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম-সাধারণ স¤পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারি বক্তব্য রাখেন। সম্মেলনে অভিযোগ করা হয়, জন্মাষ্টমীর আলোচনা সভায় মনোনয়ন প্রত্যাশী এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ঢাকার ভাড়াটে সন্ত্রাসী এনে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার বলেন, রবিবার বিকেলে মসদগাঁও কালিমন্দিরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ফুক্কুসহ বিএনপি-জামায়াতের ১০-১২ জন ঢাকার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগদান করেন এবং শ্রীকৃষ্ণের ছবিসহ অনুষ্ঠানের ব্যানার সরিয়ে তার ছবি সম্বলিত ব্যানার টাঙায়। এতে হিন্দু ধর্মাবলম্বীর লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি অনুষ্ঠানে উপস্থিত হলে তারা হট্টগোল সৃষ্টি করে জন্মাষ্টমীর অনুষ্ঠান প- করে দেয় এবং হিন্দুদের ভয়ভীতি দেখায়। এ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভেতরে কোন বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঘটাবেন না, আমরা তা বরদাশ্ত করব না। আওয়ামী লীগের স্বার্থে, বঙ্গবন্ধুর স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে আপনি বিএনপি-জামায়াতের ওপর ভর করবেন না। আওয়ামী লীগকে বিভাজন করার চেষ্টা করবেন না।’ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মৃধা, উপদেষ্টা আব্দুর রশিদ মোল্লা, মোঃ আবুল বাসার মোল্লা, মোঃ রুহুল আমিন মোড়ল, মোঃ আবু ফায়সাল নিপু ফকির, মোঃ মনির হোসেন মাস্টার, শেখ আলী আকবর, মোঃ আশরাফ হোসেন খান, মোঃ মোসলেম খান মন্টু, মোঃ মোজাম্মেল হক, মোঃ লুৎফর রহমান তালুকদার, মোঃ আলমগীর কবীর খান, মোঃ শাহজাহান খান সাজু, মোঃ হুমায়ুন কবীর মৃধা খোকা, মোঃ হামিদুর রহমান জুয়েল, মোঃ বিদ্যুৎ আলম মোড়ল, মোঃ আবু নাসের রতন, ওমর ফারুক রাজিব, মোঃ আশরাফুল ইসলাম রাজিবসহ লৌহজং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
×