ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার সফর স্থগিত

প্রকাশিত: ০৭:৩৪, ৪ সেপ্টেম্বর ২০১৮

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার সফর স্থগিত

জনকণ্ঠ ডেস্ক ॥ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের বাংলাদেশ ও মিয়ানমার সফর স্থগিত করা হয়েছে। মিয়ানমার সরকার ভিভিয়ান বালাকৃষ্ণানের রাখাইন সফরের বিষয়ে রাজি না হওয়ায় তার এই সফর স্থগিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ওয়েবসাইটের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার ভিভিয়ানের ঢাকা সফরের কথা ছিল। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে চেয়েছিলেন। এছাড়া তিনি কক্সবাজার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে রাখাইনে যেতে চেয়েছিলেন। কিন্তু মিয়ানমার রাজি না হওয়ায় এই সফর তিনি স্থগিত করেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার সফর স্থগিতের বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, তার সফর স্থগিতের বিষয়টি আমাদের জানানো হয়েছে। তিনি বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে জোরালোভাবে কথা বলেন। এই সমস্যা সমাধানের বিষয়ে তিনি আগ্রহী। প্রসঙ্গত, সিঙ্গাপুর ১০-সদস্য বিশিষ্ট আসিয়ানের সদস্য। মিয়ানমারের সঙ্গে দেশটির অর্থনৈতিক স্বার্থ রয়েছে। ওই কর্মকর্তা জানান, সিঙ্গাপুর আসিয়ানের চেয়ার হওয়ার পর থেকে প্রায় প্রতিটি বৈঠকে রোহিঙ্গা বিষয়টি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আলোচিত হয়ে আসছে। গত ৪ আগস্ট আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পরে ভিভিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, রাখাইন ইস্যু নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি। সেখানে যে মানবিক বিপর্যয় ঘটেছে, সেটি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। এর প্রকৃত বিষয়টি হচ্ছে, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হচ্ছে।
×