ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে দুই নারীকে বেত্রাঘাত

প্রকাশিত: ০৭:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে দুই নারীকে বেত্রাঘাত

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে দুই নারীকে বেত্রাঘাত করেছে শরিয়া আদালত। দুজনের বয়স ২২ এবং ৩২। তেরেঙ্গানু রাজ্যের শরিয়া হাইকোর্টে তাদের ৬ বার করে বেত মারা হয়। রাজ্যটিতে এ ধরনের অপরাধের জন্য এটিই প্রথম কারো দোষী সাব্যস্ত হওয়া এবং প্রকাশ্যে শাস্তি পাওয়ার ঘটনা বলে জানিয়েছেন এক কর্মকর্তা। খবর বিবিসির। দ- কার্যকরের সময় শতাধিক মানুষ উপস্থিত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। গত এপ্রিলে ওই দুই নারীকে আটক করা হয়েছিল। শরিয়া আইন রক্ষাকারী বাহিনী তাদের একটি গাড়িতে যৌনকর্মের চেষ্টার সময় আটক করে। গত মাসেই তারা ইসলামিক আইন ভঙ্গের দোষ স্বীকার করার পর আদালত তাদের বেত্রাঘাতের দ-সহ ৮০০ মার্কিন ডলার জরিমানা করে। মালয়েশিয়ায় সমকামিতা বেআইনী হলেও মানবাধিকার সংগঠনগুলো দুই নারীকে দেয়া এ দ-ের প্রতিবাদ করেছে। মালয়েশিয়ান মানবাধিকার সংগঠন উইমেনস এইড অর্গানাইজেশন এক মন্তব্যে বলেছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে একে অপরের সম্মতিতে যৌন আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। সাজা দেয়া বা বেত্রাঘাতের তো প্রশ্নই ওঠে না।
×