ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গার ডিবি কার্যালয় থেকে আসামি পলায়ন ॥ তিন পুলিশ সাসপেন্ড

প্রকাশিত: ০৭:১৮, ৪ সেপ্টেম্বর ২০১৮

চুয়াডাঙ্গার ডিবি কার্যালয় থেকে আসামি পলায়ন ॥ তিন পুলিশ সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৩ সেপ্টেম্বর ॥ জেলা ডিটেকক্টিভ ব্রাঞ্চ কার্যালয় থেকে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি পালানোর ঘটনায় ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ও সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পলাতক আসামি আটক করতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ জানায়, জেলার জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেন (৩০) কে শনিবার রাতে জেলা ডিটেকক্টিভ ব্রাঞ্চ (ডিবি) একটি দল জীবননগর আন্দুলবাড়ীয়া এলাকা থেকে অস্ত্রসহ আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় রাখা হয়। রবিবার আসামি জাহিদ ডিবি কার্যালয় থেকে কৌশলে পালিয়ে যায়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সোমবার দায়িত্ব অবহেলার কারণে ৩ পুলিশ কনস্টেবল মাসুদ, মহিদুল ও মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহকে প্রধান করে ৪ সদস্যসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবারের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন পেশ করবে। বরিশালে লঞ্চ দুর্ঘটনায় শিশু নিহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার নয়াভাঙ্গুলী নদীতে রবিবার রাত সাড়ে আটটার দিকে নদীর পাশে থাকা গাছের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জিহাদুল ইসলাম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। জিহাদুল ইসলাম মুলাদী উপজেলার হোসনাবাদ গ্রামের নজরুল ইসলাম মনিরের পুত্র। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, বাবা ও মায়ের সঙ্গে শিশু জিহাদুল ঢাকার উদ্দেশ্যে এমভি মিতালী-৪ লঞ্চে যাচ্ছিল। লঞ্চটি কিছুটা পথ অতিক্রম করলে নদীর তীরে ঝুলে থাকা একটি নারিকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাছের একটি অংশবিশেষ লঞ্চের ভেতরে ঢুকলে শিশু জিহাদুলের মাথায় আঘাত লাগে। এতে শিশুটি লঞ্চের ভেতরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা জিহাদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
×